ভ্রামরী
মাগো গো তুই, কার নন্দিনী
ভ্রমর লয়ে মা করিস খেলা।
তনুতে মা তোর সপ্ত বর্ণ
ইন্দ্রধনুর রঙের মেলা।।
একী অপরূপ চিত্রকান্তি
স্নিগ্ধ নয়নে একী প্রশান্তি
চিত্র-ভ্রমর মুঠো মুঠো নিয়ে
আকাশে ছড়াস সারাটি বেলা।।
ভূষিতা চিত্র-আভরণে তুই
তেজোমণ্ডল-বিমণ্ডিতা,
কে তুই ত্রিলোক-হিতার্থিনী
ভ্রামরীরূপা আনন্দিতা।
কোন সে অসুর বধিবার আশে
ভ্রমর ছাড়িস আকাশে বাতাসে,
সব উৎপাত-বিনাশিনী শিবে
দে মা আমারে চরণ-ভেলা।।
এইরূপে পরব্রহ্মরূপিণী আদ্যাশক্তি শ্রীশ্রীচণ্ডীতে আশার বাণী শুনাইয়া বলিতেছেন:
ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি।
তদা তদাবতীর্য্যাহং করিষ্যাম্যরিসংক্ষয়ম।। (শ্রীশ্রীচণ্ডী–১১/৫৪-৫৫)
অর্থাৎ যখন যখন দানবকৃত উৎপাত সংঘটিত হইবে তৎতৎকালেই আমি অবতীর্ণা হইয়া শত্রুগণকে নিহত করিব।
মাভৈঃ
।।ওম্ তৎ সৎ।।
No comments:
Write comments