Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 1, 2016

কে নিবি ফুল


তিলং-খাম্বাজ মিশ্র তালফেরতা


  



  

কে নিবি ফুল কে নিবি ফুল।



  

টগর যূথী বেলা মালতী



  

       চাঁপা গোলাব বকুল।



  

       নার্গিস ইরানি গুল॥



  

আমার যৌবন-বাগানে



  

হাওয়া লেগেছে ফুল জাগানে,



চলে

যেতে ঢলে পড়ি



  

       খুলে পড়ে এলোচুল।



তনু

মন আকুল, আঁখি ঢুলু ঢুল॥



ওগো

ফুটেছে এত ফুল, ফুল-মালি কই,



  

গাঁতিবে মালা কবে, সেই আশে রই,



সে

মালা দিব কারে, ভেবে সারা হই,



  

সহিতে পারে না এ ফুল-ঝামেলা



  

       চামেলী পারুল॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !