৮১
আজ আছে তোর হাতের কাছে, আগামী কাল হাতের বার,
কালের কথা হিসাব করে বাড়াসনে তুই দুঃখ আর।
স্বর্গ-ক্ষরা ক্ষণিক জীবন – করিসনে তার অপব্যয়,
বিশ্বাস কি – নিশ্বাস-ভর জীবন যে কাল পাবি ধার!
No comments:
Write comments