৩
হে মদিনার বুলবুলি গো
গাইলে তুমি কোন গজল।
মরুর বুকে উঠল ফুটে
প্রেমের রঙিন গোলাপ দল॥
দুনিয়ার দেশ-বিদেশ থেকে
গানের পাখি উঠল ডেকে,
মুয়াজ্জিনেরমুয়াজ্জিন : যিনি আজান পাঠ করেন। আজান ধ্বনি
উঠল ভেদি গগনতল॥
সাহারার দগ্ধ বুকে রচলে তুমি গুলিস্তান
দোয়েল কোকিল দলে দলে
আল্লা-রসুল উঠল বলে,
আল-কোরানের পাতার কোলে
খোদার নামের বইল ঢল॥
No comments:
Write comments