৩০
বাগেশ্রী – লাউনী
হারানো হিয়ায় নিকুঞ্জপথে
কুড়াই ঝরা ফুল একেলা আমি।
তুমি কেন হায় আসিলে হেথায়
সুখের স্বরগ হইতে নামি॥
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকানো পাতা মলিন ফুলদল,
বৃথায় সেথা হায় তব আঁখি-জল
ছিটাও অবিরল দিবস যামী॥
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল,
কী দিয়া বরণ করি ও-চরণ
নিভিছে জীবন, জীবন-স্বামী॥
No comments:
Write comments