১৪
সিন্ধু-বাগেশ্রী – কারফা
বক্ষে আমার কাবার ছবি
চক্ষে মোহাম্মদ রসুল।
শিরোপরি মোর খোদার আরশ
গাই তারই গান পথ-বেভুল॥
লায়লির প্রেমে মজুন পাগল
আমি পাগল ‘লা-ইলা’রলা-ইলা : ইসলামের মূলমন্ত্র বা কলমা।;
প্রেমিক দরবেশ আমায় চেনে,
অরসিকে কয় বাতুল॥
হৃদয়ে মোর খুশির বাগান
বুলবুলি তায় গায় সদাই,
ওরা খোদার রহমরহম : করুণা, দয়া। মাগে
আমি খোদার ইশ্কইশ্ক : প্রেম। চাই।
আমার মনের মসজিদে দেয়
আজান হাজার মোয়াজ্জিনমোয়াজ্জিন : আজানকারী, নামাজের সময় ঘোষণাকারী।,
প্রাণের ‘লওহে’লওহ : লোহু, রক্ত। কোরান লেখা
রুহ্রুহ্ : অন্তরাত্মা। পড়ে তা রাত্রিদিন।
খাতুনে-জিন্নতখাতুনে-জিন্নত : স্বর্গ-রানি, নবি-দুহিতা ফাতেমা। আমার মা,
হাসান হোসেনহোসেন : আলি ও ফাতেমার পুত্রদ্বয়। চোখের জল,
ভয় করি না রোজ-কিয়ামতরোজ-কিয়ামত : মহাপ্রলয়ের দিন।
No comments:
Write comments