সুরা ক্বারেয়াতক্বারেয়াত : ভীষণ বিপদ।
শুরু করি লয়ে শুভ নাম আল্লার,
করুণা-আকর যিনি দয়ার পাথার।
প্রলয়ান্তক সেই বিপদ
কোন সে বিপদ ধ্বংস ভয়?
কীসে সে তোমারে জানাল, সেই
বিপদ ভীষণ প্রলয়ময়?
বিক্ষিপ্ত পতঙ্গপ্রায়
সেদিন উড়িবে লোক সবায়,
বিধূনিত লোমবৎ সেদিন
পর্বতরাজি উড়িবে বায়।
সেদিন সে পাবে সুখী জীবন
পাল্লা যাহার হবে ভারী,
পাল্লা হবে হালকা যার
(হবে) ‘হাভিয়া’ দোজখ মাতা তারই।
হাভিয়া কী, তুমি জান কি সে?
প্রজ্বলিত বহ্নি সে।
No comments:
Write comments