১৪
আমার করে তোমার অলক জড়িয়ে বীণার তারের মতো।
এ হৃদি-ভার আমার – শুধু তোমার ঠোঁটে হয় আনত।
চিকন তোমার ও-মুখখানি ভুখা হিয়ার সান্ত্বনা মোর
সর্বগ্রাসী মোর ক্ষুধার খোরাক ওই দেহটুক? হায় বিধাতঃ।।
No comments:
Write comments