সুরা নাসনাস : মানুষ।
শুরু করিলাম লয়ে নাম আল্লার,
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।
বল, আমি তাঁরই কাছে মাগি গো শরণ
সকল মানবে যিনি করেন পালন।
কেবল তাঁহারই কাছে – ত্রিভুবন মাঝ
সবার উপাস্য যিনি রাজ- অধিরাজ।
কুমন্ত্রণাদানকারী 'খান্নাস'খান্নাস : দুর্বৃত্ত। শয়তান
মানব দানব হতে চাহি পরিত্রাণ।
No comments:
Write comments