৩৮
আরবি সুর–কাহারবা
শুকনো পাতার নূপুর পায়ে
নাচিছে ঘূর্ণি বায়।
জল-তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়
দিঘির বুকে শতদল দলি,
ঝরায়ে বকুল চাঁপার কলি,
চঞ্চল ঝরনার জল ছলছলি
মাঠের পথে সে ধায়॥
বনফুল আভরণ খুলিয়া ফেলিয়া
আলুথালু এলোকেশ গগনে মেলিয়া
পাগলিনি নেচে যায় হেলিয়া দুলিয়া
ধূলি-ধূসর কায়॥
ইরানি বালিকা যেন মরু-চারিণী
পল্লবী প্রান্তর বন-মনোহারিণী
ছুটে আসে সহসা গৈরিক-বরনি
বালুকার উড়নি গায়॥
No comments:
Write comments