Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

সাহারাতে ডেকেছে আজ

৭৯


হাম্বির - মিশ্র কাহারবা


  


সাহারাতে ডেকেছে আজ বান, দেখে যা।


মরুভুমি হল গুলিস্তান, দেখে যা॥


সেই বানেরই ছোঁয়ায় আবার আবাদ হল দুনিয়া,


শুকনো গাছে মুঞ্জরিল প্রাণ দেখে যা॥


বিরান মুলুকমুলুক : বিধ্বস্ত ইরান। আবার হল গুলে গুলে গুলজার,


মক্কাতে আজ চাঁদের বাথান, দেখে যা॥


সেই দরিয়ায় পারাপারের তরি ভাসে কোরআন,


ওড়ে তাহে কলেমারকলেমার : ইসলামের মূলমন্ত্র, লাইলাহা ইল্লাল্লাহু মুহম্মাদুর রসুলুল্লাহ। নিশান, দেখে যা॥


কান্ডারি তার বন্ধু খোদার হজরত মোহাম্মদ,


যাত্রী – যারা এনেছে ইমানইমান : ধর্মীয় বিশ্বাস ।, দেখে যা॥


সেই বানে কে ভাসবি রে আয়,


   যাবি রে কে ফিরদৌসফিরদৌস : শ্রেষ্ঠ স্বর্গ।,


খেয়াঘাটে ডাকিছে আজান, দেখে যা॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !