২৭
ও কে সোনার চাঁদ কাঁদে রে
হেরাহেরা : মক্কার অদূরে অবস্থিত পাহাড়, যার গুহায় হজরত সাধনা করে সিদ্ধিলাভ করেন। গিরির পরে!
শিরে তাঁহার লক্ষ কোটি
চাঁদের আলো ঝরে॥
কী অপরূপ জ্যোতির ধারা নীল আশমান হতে
নামে বিপুল স্রোতে,
হেরা পাহাড় বেয়ে বহে সাহারা মরুর পথে–
সেই জ্যোতিতে দুনিয়া আজি ঝলমল করে॥
আগুনবরন ফেরেশ্তা এক এসে
খোদার হাবিবহাবিব : বন্ধু, সুহৃদ। জাগো জাগো, বলে হেসে হেসে॥
নবুয়তেরনবুয়ত : নবির দায়িত্ব। মোহর দিল বাহুতে তাঁর বেঁধে
তাজিমতাজিম : শ্রদ্ধা, সমাদর। করে কদমবুসিকদমবুসি : পদচুম্বন। করে কেঁদে কেঁদে;
সেই নবিরই নামে আজি দুনিয়া দরুদ পড়ে॥
No comments:
Write comments