১৩
পিলু – কারফা
যাবি
কে মদিনায়, আয় ত্বরা করি।
তোর
খেয়া-ঘাটে এল পুণ্য-তরি॥
দাঁড়ি এ সোনার তরণির
পাপী সব নাই নাই আর ডর॥
পাকা সব মাঝি ও মাল্লা,
মাঝিদের মুখে সারি-গান
পাপ দরিয়ার তুফানে আর নাহি ডরি॥
ইমানের
পারানি কড়ি আছে যার
আয় এ সোনার নায়,
ধরিয়া দীনের রশি
No comments:
Write comments