(গান) [কোরাস]
ঈদ মোবারক হো! ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ!
রাহে লিল্লাহ্ যে আপনারে বিলিয়ে দিল, যে হল শহিদ।।
যে কোরবানি আজ দিল খোদায় দৌলত ও হাশমতহাশমত : আড়ম্বর।
যার নিজের বলে রইল শুধু আল্লা ও হজরত
যে রিক্ত হয়ে পেল আজি অমৃত তৌহিদতৌহিদ : আল্লার একত্ববাদ। ।।
যে খোদার রাহে বিলিয়ে দিল পুত্র ও কন্যায়
যে আমি না, আমি না বলে মিলল আমিনায়।
ওরে তারই কোলে আসার লাগি নাই নবিজির নিঁদ।।
যে আপন পুত্রে খোদারে দেয় শহিদ হওয়ার তরে
কাবাতে সে যায় না রে ভাই, নিজেই কাবা গড়ে
সে যেখানে যায় জাগে সেথায় কাবার উম্মিদ।।
(তকবির-ধ্বনি ও ঈদ মোবারক ধ্বনি)
No comments:
Write comments