বনগীতি দ্বিতীয় সংস্করণে সংযোজিত গান
১
আবির্ভাব
নূরের দরিয়ায় সিনান করিয়া
কে এল মক্কায় আমিনার কোলে।
ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমন
আশমানের কোলে রাঙা-চাঁদ দোলে॥
‘কে এল কে এল’ গাহে কোয়েলিয়া,
পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া,
গ্রহ তারা ঝুঁকে করিছে কুর্ণিশ
হুরপরি হেসে পড়িছে ঢলে॥
জিন্নাতেরজিন্নাত : স্বর্গ। আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশতাফেরেশতা : স্বর্গের বার্তাবাহক। আম্বিয়াআম্বিয়া : পয়গম্বরগণ। এসেছে ধেয়ে
তহ্রিমাতহ্রিমা : নামাজ শুরুর সময় নাভিমূলের উপর হাত বাঁধার প্রক্রিয়া। বেঁধে ঘোরে দরুদদরুদ : আল্লাহ্র আশীর্বাদ। পেয়ে
দুনিয়া টলমল, খোদার আরর্শআরর্শ : সিংহাসন। টলে॥
এল রে চির-চাওয়া, এল আখেরে-নবি
সৈয়দে মক্কি-মদনি আল-আরবি,
নাজেলনাজেল : উপলব্ধি। হয়ে সে যে ইয়াকুতইয়াকুত : চুনি বা পদ্মরাগমণি। -রাঙা ঠোঁটে
শাহাদতেরশাহাদত : পবিত্র। বাণী আধো-আধো বোলে॥
No comments:
Write comments