২
খাম্বাজ – কারফা
কোথায় তখ্ত তাউসতাউস : ময়ূর সিংহাসন। ,
কোথায় সে বাদশাহি।
কাঁদিয়া জানায় মুসলিম
ফরিয়াদ য়্যা এলাহি॥
কোথায় সে বীর খালেদখালেদ : খালেদ-বিন ওয়ালিদ, সর্বশ্রেষ্ঠ বীর সেনাপতি। ইসলাম-বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রামে তাঁর বিরাট অবদান।,
কোথায় তারেক মুসামুসা : সোনালি যুগের বীর সেনাপতি।,
নাহি সে হজরত আলি’
সে জুলফিকারজুলফিকার : বিশ্বনবির জামাতা হজরত আলির বিশ্বজয়ী তরবারি। নাহি॥
নাহি সে উমর খাত্তাব,
নাহি সে ইসলামি জোশ,
করিল জয় যে দুনিয়া,
আজ নাহি সে সিপাহি॥
হাসান হোসেন সে কোথায়,
কোথায় বীর শহিদান –
কোরবানি দিতে আপনায়
আল্লার মুখ চাহি॥
কোথায় সে তেজ ইমান
কোথায় সে শান শওকতশওকত : ক্ষমতা, শক্তি, জাঁকজমক।,
তকদিরেতকদির : অদৃষ্ট। নাই সে মাহ্তাবমাহ্তাব : চাঁদ।,
আছে পড়ে শুধু সিয়াহিসিয়াহি : কালিমা।॥
No comments:
Write comments