নজরুল রচনাবলী
Home
About
Portfolio
Blog
Services
Contact
Search This Blog
Theme images by
MichaelJay
. Powered by
Blogger
.
Blog Archive
May 2017
(1)
December 2016
(1192)
November 2016
(907)
Report Abuse
রুদ্র-মঙ্গল
রুদ্র-মঙ্গল সূচি : ☞ রুদ্র-মঙ্গল ☞ আমার পথ ☞ মোহর্রম ☞ বিষ-বাণী ☞ ক্ষুদিরামের মা ☞ ‘ধূমকেতু’র পথ ☞ মন্দির ও মসজিদ ☞ হিন্দু-মুসলমান
আনন্দ আর হাসি-গানের
৩৫ আনন্দ আর হাসি-গানের প্রমত্ততার সময় হল পেয়ালা, শরাব, দিল-দরদি দিল-দরদি : ব্যথার ব্যথী। , দিলরুবা দিলরুবা : একধরণের তারের বাদ্যযন্ত্র। ...
রুদ্র-মঙ্গল
রুদ্র-মঙ্গল নিশীথ রাত্রি। সম্মুখে গভীর তিমির। পথ নাই। আলো নাই। প্রলয়-সাইক্লোনের আর্তনাদ মরণ-বিভীষিকার রক্ত-সুর বাজাচ্ছে। তারই মাঝে মাকে আমার...
About Me
Unknown
View my complete profile
Friday, December 9, 2016
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
December 09, 2016
রাতের আঁচল দীর্ণ করে
আঁধার অন্তরীক্ষে বুনে
ঘুমিয়ে কেন জীবন কাটাস?
আমার আজের রাতের খোরাক
প্রভাত হল, শরাব দিয়ে
ওঠো নাচো!
তোমার রাঙা ঠোঁটে আছে
আজকে তোমার গোলাপ-বাগে
শরাব আনো! বক্ষে আমার
আমরা পথিক ধূলির পথের
ধরায় প্রথম এলাম নিয়ে
রহস্য শোন সেই সে
স্রষ্টা যদি মত নিতে মোর
আত্মা আমার! খুলতে যদি
সকল গোপন তত্ত্ব জেনেও
ব্যথায় শান্তি লাভের তরে
বুলবুলি এক হালকা পাখায়
রূপ-মাধুরীর মাথায় তোমার
সাকি! আনো আমার হাতে
নীল আকাশের নয়ন ছেপে
করব এতই শিরাজি পান
দেখতে পাবে যেথায় তুমি
নিদ্রা যেতে হবে গোরে
বিদায় নিয়ে আগে যারা
তুমি আমি জন্মিনিকো
প্রথম থেকেই আছে লেখা
ভালো করেই জানি আমি
চলবে নাকো মেকি টাকার
সবকে পারি ফাঁকি দিতে
মৃত্তিকা-লীন হবার আগে
বলতে পার, অসার-শূন্য
খাজা! তোমার দরবারে মোর
কাল কী হবে কেউ জানে না
প্রেমিকরা সব আমার মতো
মানব দেহ – রঙে-রূপে
তিন ভাগ জল এক ভাগ থল
দোষ দেয় আর ভর্ৎসে সবাই
মুসাফিরের এক রাত্রির
কারুর প্রাণে দুখ দিয়ো না
ছেড়ে দে তুই নীরস বাজে
অজ্ঞানেরই তিমির-তলের
লয়ে শরাব-পাত্র হাতে পিই
শরাব ভীষণ খারাপ জিনিস
আমার কাছে শোন উপদেশ
মউজ চলুক! লেখার যা তা
আমি চাহি স্রষ্টা আবার
নাস্তিক আর কাফের বলো
বদখশানী রক্ত-চুনির মতন
মসজিদ মন্দির গির্জায়
এক হাতে মোর তসবি খোদার
একমনি ওই মদের জালা গিলব
বিষাদের ওই সওদা নিয়ে
স্বর্গে পাব শরাব-সুধা
রজব শাবান পবিত্র মাস
শুক্রবার আজ, বলে সবাই
মসজিদের অযোগ্য আমি
মুগ্ধ করো নিখিল-হৃদয়
বিধর্মীদের ধর্মপথে আসতে
হৃদয় যাদের অমর প্রেমের
মদ পিয়ো আর ফুর্তি করো
এক সোরাহি সুরা দিয়ো
হুরি বলে থাকলে কিছু
যতক্ষণ এ হাতের কাছে
দোষ দিয়ো না মদ্যপায়ীর
খুশি-মাখা পেয়ালাতে
চৈতি-রাতে খুঁজে নিলাম
সাকি-হীন ও শরাব-হীনের
মরুর বুকে বসাও মেলা
শরাব এবং প্রিয়ায় নিয়ে
নৃত্য-পাগল ঝরনাতীরে
আমার ক্ষণিক জীবন হেথায়
আর কতদিন সাগরবেলায়
মধুর, গোলাপ-বালার গালে
শীত ঋতু ওই হল গত
‘সরো’র মতন সরল-তনু
পল্লবিত তরুলতা
আমার সাথি সাকি জানে
আরাম করে ছিলাম শুয়ে
মন কহে, আজ ফুটল যখন
হায় রে, আজি জীর্ণ আমার
আজ আছে তোর হাতের কাছে
হায় রে হৃদয়, ব্যথায় যে তোর
অর্থ বিভব যায় উড়ে সব
পান করে যাই মদিরা তাই
ব্যথার দারু শরাব পিয়ো
সুরা দ্রবীভূত চুনি
সুরার সোরাহি এই মানুষ
ব্যর্থ মোদের জীবনঘেরা
মদের নেশার গোলাম আমি
পেতে যে চায় সুন্দরীদের
শরাব নিয়ে বসো
ওগো সাকি! তত্ত্বকথা
এক নিশ্বাস প্রশ্বাসের
কায়কোবাদের সিংহাসন
এই যে প্রমোদ-ভবন
ঘরে যদি বসিস গিয়ে
প্রেমের চোখে সুন্দর সেই
খৈয়াম – যে জ্ঞানের তাঁবু
সাত-ভাঁজ ওই আকাশ
খরাব হওয়ার শরাব-খানায়
এই কুঁজো – যা আমার মতো
দ্রাক্ষা সাথে ঢলাঢলির
সাবধান! তুই বসবি যখন
যদিও মদ নিষিদ্ধ ভাই
তোমরা – যারা পান কর মদ
করছে ওরা প্রচার
এই যে আঁধার প্রহেলিকা
দোহাই! ঘৃণায় ফিরিয়ো
জীবন যখন কন্ঠাগত
আয় ব্যয় তোর পরীক্ষা কর
হঠাৎ সেদিন দেখলাম
একী আজব করছ সৃষ্টি
চূর্ণ করে তোমায় আমায়
এই যে রঙিন পেয়ালাগুলি
পিয়ালাগুলি তুলে ধরো
মসজিদ আর নামাজ রোজার
মৃত্যু যেদিন নিঠুর পায়ে
রে নির্বোধ! এ ছাঁচে-ঢালা
তিরস্কার আর করবে
মসজিদের ওই পথে ছুটি
নিত্য দিনে শপথ করি
আগে যে সব সুখ ছিল
আমরা শরাব পান করি
তোমার দয়ার পিয়ালা
আমায় সৃজন করার দিনে
দুঃখে আমি মগ্ন প্রভু
দয়ার তরেই দয়া যদি
আড্ডা আমার এই যে গুহা
দেখে দেখে ভণ্ডামি সব
স্যাঙাৎ ওগো, আজ যে হঠাৎ
পানোন্মত্ত বারাঙ্গনায় দেখে
হাতে নিয়ে পান-পিয়ালা
কালকে রাতে ফিরছি যখন
হে শহরের মুফতি!
ভন্ত যত ভড়ং করে
ধূলি-ম্লান এ উপত্যকায় এলি
সুন্দরীদের তনুর তীর্থে
এই মূঢ়দল – স্থূল তাহাদের
মার্কা-মারা রইস যত
দরিদ্রেরে যদি তুমি প্রাপ্য
জ্ঞান যদি তোর থাকে কিছু
যার পরে তোর আস্থা গভীর
দাস হোয়ো না মাৎসর্যের
যোগ্য হাতে জ্ঞানীর
সেরেফ খেয়াল-খুশির
ধীর চিত্তে সহ্য করো
আকাশ পানে হতাশ আঁখি
দশ বিদ্যা, আট স্বর্গ
কী হই আর কী নই আমি
একদা মোর ছিল যখন
আসনি তো হেথায় আমি
ঘেরাটোপের পর্দা-ঘেরা
আমার রোগের এলাজ করো
পেয়ালার প্রেম যাচ্ঞা করো
অঙ্গে রক্ত-মাংসের এই
কইল গোলাপ, “মুখে আমার
হৃদয় ছিল পূর্ণ প্রেমে
‘ইয়াসিন’ আর ‘বরাত’ নিয়ে
ভূলোক আর দ্যুলোকেরই
এই নেহারি – নিবিড় মেঘে
আমরা দাবা খেলার ঘুঁটি
আশমানি হাত হতে যেমন
চাল ভুলিয়ে দেয় রানি মোর
আশমানে এক বলীবর্দ
শ্রেষ্ঠ শরাব পান করে
রূপ লোপ এর হয় অরূপে
লাল গোলাপে কিস্তি দিয়ে
তোমার-আমার কী হবে
ঘূর্ণমান ওই কুগ্রহ-দল
ফিরনু পথিক সাগর মরু
দুই জনাতেই সইছি সাকি
স্রষ্টা মোরে করল সৃজন
দুর্ভাগ্যের বিরক্তি পান করতে
ওমর রে, তোর জ্বলছে
কুগ্রহ মোর! বলতে পারিস
জল্লাদিনি ভাগ্যলক্ষ্মী
ভাগ্যদেবী! তোমার যত
সইতে জুলুম খল নিয়তির
মোক্ষম বাঁধ বেঁধেছে যে
মানুষ খেলার গোলক
খামকা ব্যথার বিষ খাসনে
সিন্ধু হতে বিচ্ছেদেরই
আমার রানি
তোমার আদরিণী বধূ ছিল
যেমনি পাবি মন দুই মদ
মানব-স্বভাব জড়িয়ে বহে
তোমার নিন্দা করতে
বলতে পার! টক সে কেন
খ্যাতির মুকুট পরলে হেথায়
খৈয়াম! তুই কাঁদিস কেন
আবার যখন মিলবে হেথায়
বিশ্ব-দেখা জামশেদিয়া
আকাশ যেদিন দীর্ণ হবে
হৃদয় যদি জীবনে হয়
খৈয়াম! তোর দিন দুয়েকের
পৌঁছে দিয়ো হজরতেরে
তত্ত্ব-গুরু খৈয়ামেরে
No comments:
Write comments
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
রুদ্র-মঙ্গল
আনন্দ আর হাসি-গানের
রুদ্র-মঙ্গল
আমি সৈনিক
নম নম নমো বাংলাদেশ মম
জাগো সুন্দর চিরকিশোর
Labels
অগ্নিবীণা
অতনুর দেশ
আলেয়া
ঈদ
ঈদজ্জোহা
উপন্যাস
কবিতা
কবির লড়াই
কলির কেষ্ট
কাব্য আমপারা
কাব্যগ্রন্থ
কালোয়াতি কসরত
কুহেলিকা
গল্প
গল্পগ্রন্থ
গান
গানের মালা
গীতগ্রন্থ
গীতি-শতদল
গীতিগ্রন্থ
গুল-বাগিচা
গুলবাগিচা
চক্রবাক
চন্দ্রবিন্দু
চিত্তনামা
চোখের চাতক
ছায়ানট
জাগো সুন্দর চিরকিশোর
জিঞ্জির
জুলফিকার
ঝড়
ঝিঙে ফুল
ঝিলিমিলি
দশমহাবিদ্যা
দীওয়ান-ই-হাফিজ
দুর্দিনের যাত্রী
দেবীস্তুতি
দোলন চাঁপা
দ্বিতীয় খণ্ড
নজরুল গীতিকা
নতুন চাঁদ
নির্ঝর
পঞ্চাঙ্গনা
পুতুলের বিয়ে
পূবের হাওয়া
প্রথম খণ্ড
প্রবন্ধ
প্রলয়শিখা
ফণিমনসা
বনগীতি
বনের বেদে
বাঙালি ঘরে হিন্দি গান
বাদল বরিষনে
বাঁধনহারা
বাসন্তিকা
বিজয়া
বিদ্যাপতি
বিলাতি ঘোড়ার বাচ্চা
বিষের বাঁশী
বিষ্ণুপ্রিয়া
বুলবুল
ব্যথার দান
ভাঙার গান
মদিনা
মধুমালা
মরু-ভাস্কর
মহুয়ার গান
মৃত্যুক্ষুধা
যাম যোজনায় কড়ি মধ্যম
যুগবাণী
রাঙা জবা
রাজবন্দীর জবানবন্দী
রিক্তের বেদন
রুদ্রমঙ্গল
রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
রুবাইয়াৎ-ই-হাফিজ
শিউলিমালা
শিল্পী
শেষ সওগাত
সন্ধ্যা
সর্বহারা
সাপুড়ে
সাম্যবাদী
সিন্ধু-হিন্দোল
সুরসাকী
সেতু-বন্ধ
হক সাহেবের হাসির গল্প
হরপ্রিয়া
হেনা
Interested for our works and services?
Get more of our
update
!
No comments:
Write comments