৫৬
বল মা শ্যামা বল, তোর বিগ্রহ কী মায়া জানে,
(আমি)
যত দেখি তত কাঁদি ওই রূপ দেখি মা সকলখানে।।
মাতৃহারা শিশু যেমন মায়ের ছবি দেখে
চোখ ফিরাতে নারে-মা গো, কাঁদে বুকে রেখে।
তোর
মূর্তি মোরে তেমনি করে টানে মা গো মরণটানে।।
ওমা,
রাত্রে নিতুই ঘুমের ঘোরে দেখি বুকের কাছে
যেন,
বিগ্রহ তোর মায়ের মতো জড়িয়ে মোর আছে।
জেগে উঠে আঁধার ঘরে
কাঁদি যবে মা তোর তরে,
দেখি
বিগ্রহ তোর কাঁদছে যেন চেয়ে চেয়ে আমার পানে।।
(দেখি)
আরসিতে মুখ দেখতে গিয়ে মূর্তি তোরই রাজে,
মুদলে আঁখি বিগ্রহ তোর দেখি বুকের মাঝে,
আর কতকাল ছবি দিয়ে
রাখবি মোরে মা ভুলিয়ে,
তোর কোলে মা যাব কবে, শান্তি কবে পাব প্রাণে।।
No comments:
Write comments