৫০
মদিনায় যাবি কে আয় আয়।
উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহার দরওয়াজায়॥
হিজরত করে যে দেশে
ঠাঁই পেলেন হজরত এসে,
খেলিতেন যথায় হেসে
হাসান হোসেন ফাতেমায়॥
হজরত চার আসহাব যথায় করলেন খেলাফতখেলাফত : প্রতিনিধিত্ব, খলিফার পদ।,
মসজিদে যাঁর প্রিয় মোহাম্মদ করতেন এবাদতএবাদত : প্রার্থনা।;
ফুটল যেথায় প্রথম বীর খালেদেরখালেদ : খালেদ-বিন ওয়ালিদ। তৎকালীন বিশ্বের শ্রেষ্ট বীর, ইসলাম-বিরোধীদের পর্যুদস্ত করেন। হিম্মত,
খোশ এলহানএলহান : মধুর স্বর। দিতেন আজান বেলালবেলাল : প্রথম মুয়াজ্জিন বা আজানকারী। যেথায়॥
যার পথের ধূলির মাঝে
আহমদের চরণের ছোঁয়া রাজে,
তৌহিদের ধ্বনি বাজে
যার আশমানে যার ‘লু’হাওয়ায়॥
No comments:
Write comments