পঞ্চম খন্ড
মৌরী :
মিতিন! ওই সে পাহাড়-চুড়োয় বসে বাঁশি বাজাচ্ছে – তুই যা ওকে ডেকে আন – আজ দু বেলা ওকে দেখিনি। আমি বসে গাই সে শুনতে পাবে আমার মাথার দিব্যি দিয়ে তাকে একবার আসতে বল –
নিশি ভোরের বেলা কাহার পাহাড়ি–বাঁশি বাজে।
তার বাঁশরির সুর বেদের নিঠুর তিরের মতো আসি বাজে॥
আমি তো নহি বনের পাখি
গাঁয়ের কন্যা ভিন গাঁয়ে থাকি
কেন নূপুর বাজায়ে কুসুম ঝরায়ে ঘুম ভাসায়ে চলে যায়
সে উদাসী বন-মাঝে॥
আসি রোজ সকালে আমার চাঁপার ডালে
কী যেন বেড়ায় খুঁজি
চাঁপার মুকুল দেখে অমনি দাঁড়ায় বেঁকে
সোনার নূপুর ভাবে বুঝি!
দূরে ত্রিকূট পাহাড়-চূড়াতে
ভোরের চাঁদ কাঁধে আমার সাথে
নিশীথে নিদ্রাহীন – আনমনা সারাদিন॥
No comments:
Write comments