১৫
সিন্ধু কাফি দাদরা
এসো
শারদ প্রাতের পথিক
এসো শিউলি-বিছানো পথে।
এসো
ধুইয়া চরণ শিশিরে
এসো অরুণ-কিরণ-রথে॥
দলি
শাপলা শালুক শতদল
এসো
রাঙায়ে তোমার পদতল,
নীল
লাবণি ঝরায়ে ঢলঢল
এসো অরণ্য-পর্বতে॥
এসো
ভাদরের ভরা নদীতে ভাসায়ে
কেতকী পাতার তরণি
এসো
বলাকার রং পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ-সরণি।
শ্যাম শস্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া,
এসো ধরণিরে ভালোবাসিয়া
দূর নন্দন-তীর হতে॥
No comments:
Write comments