৩৫
তৌহিদেরই বান ডেকেছে
সাহারা মরুর দেশে।
দুনিয়া জাহান ডুবুডবু
সেই স্রোতে যায় ভেসে॥
সেই জোয়ারে আমার নবি পারের তরি নিয়ে,
আয় কে যাবি পারে, ডাকে দ্বারে দ্বারে গিয়ে;
যে চায় না, তারেও নেয় সে নায়ে আপনি ভালোবেসে॥
পথ সে দেখায় ঈদের চাঁদের পিদিম নিয়ে হাতে,
হেসে হেসে দাঁড় টানে চায় আসহাবআসহাব : প্রভু, ঈশ্বরের সেবক। তার সাথে॥
নামাজ রোজার ফুল-ফসলে শ্যামল হল মরু,
প্রেমের রসে উঠল পুরে নীরস মনের তরু।
খোদার রহমরহম : দয়া, করণা। এল রে আখেরে নবির বেশে॥
No comments:
Write comments