Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

উমা (সতী মা কি এলি ফিরে ভোলানাথে ভুলাতে)

উমা



  

সতী মা কি এলি ফিরে ভোলানাথে ভুলাতে।



  

শ্মশানবাসী হরের গলায় বরণ-মালা দুলাতে।।



  

         সতীর শোকে ভৈরব-বেশ



  

         প্রলয়-ধ্যানে মগ্ন মহেশ,



তাই

নেমে এলি হিমালয়ে অটল শিবে টলাতে।।



  

তোর মায়াকে করবে মা জয়



  

         নেই হেন কেউ ত্রিলোকে,



  

অনন্ত দেবদেবীরে তুই



  

         ভুলাস মায়ায় পলকে



  

         কৈলাসে তুই শিবালয়ে



  

         রইলি এবার নিত্যা হয়ে,



  

প্রেমের কাছে হার মেনে তুই নেমে এলি ধুলাতে।।


পুরাকালের সেই ক্ষাত্র, বৈশ্য ও শূদ্রশক্তি কলিতে আবার ঘোর উৎপীড়ন আরম্ভ করিয়াছে – তাই দেবী শ্রীশ্রীচণ্ডীতে ভবিষ্যদ্বাণী করিয়াছেন


বৈবস্বতেঅন্তরে প্রাপ্তে অষ্টবিংশতিমে যুগে।


শুম্ভো নিশুম্ভশ্চৈবান্যাবুৎপৎস্যেতে মহাসুরৌ।।


    (শ্রীশ্রীচণ্ডী-১১/৪১)


অর্থাৎ দেবী বলিলেন –


বৈবস্বত মনুর অধিকার সময়ে অষ্টাবিংশতিতম যুগে (কলি ও দ্বাপরের সন্ধিতে) শুম্ভ ও নিশুম্ভ নামক অন্য মহাসুরদ্বয় উৎপন্ন হইবে।


তাহার পরেই বলিতেছেন–


... ... ... ... ... ... ... ... ... ...


ততস্তৌ নাশয়িষ্যামি বিন্ধ্যাচলনিবাসিনী।।


    (শ্রীশ্রীচণ্ডী-১১/৪২)


  


অর্থাৎ – আমি বিন্ধ্যাচলে অবস্থানপূর্বক এই অসুরদ্বয়কে নিহত করিব।


সম্প্রতি সপ্তম মনু বৈবস্বতের অষ্টাবিংশ যুগের শেষ-কলিযুগ চলিতেছে। এই যুগেই শুম্ভনিশুম্ভের উৎপত্তি হইবে এবং দেবী তাহাদিগকে হত্যা করিবেন। ইহাই দেবীর উক্তি। আর্ত পীড়িত জনগণ আজ ব্যাকুল চিত্তে তাঁহারই প্রতীক্ষা করিতেছে আর প্রার্থনা করিতেছে:


‘জাগো চণ্ডিকা মহাকালী’

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !