উমা
পুরাকালের সেই ক্ষাত্র, বৈশ্য ও শূদ্রশক্তি কলিতে আবার ঘোর উৎপীড়ন আরম্ভ করিয়াছে – তাই দেবী শ্রীশ্রীচণ্ডীতে ভবিষ্যদ্বাণী করিয়াছেন
বৈবস্বতেঅন্তরে প্রাপ্তে অষ্টবিংশতিমে যুগে।
শুম্ভো নিশুম্ভশ্চৈবান্যাবুৎপৎস্যেতে মহাসুরৌ।।
(শ্রীশ্রীচণ্ডী-১১/৪১)
অর্থাৎ দেবী বলিলেন –
বৈবস্বত মনুর অধিকার সময়ে অষ্টাবিংশতিতম যুগে (কলি ও দ্বাপরের সন্ধিতে) শুম্ভ ও নিশুম্ভ নামক অন্য মহাসুরদ্বয় উৎপন্ন হইবে।
তাহার পরেই বলিতেছেন–
... ... ... ... ... ... ... ... ... ...
ততস্তৌ নাশয়িষ্যামি বিন্ধ্যাচলনিবাসিনী।।
(শ্রীশ্রীচণ্ডী-১১/৪২)
অর্থাৎ – আমি বিন্ধ্যাচলে অবস্থানপূর্বক এই অসুরদ্বয়কে নিহত করিব।
সম্প্রতি সপ্তম মনু বৈবস্বতের অষ্টাবিংশ যুগের শেষ-কলিযুগ চলিতেছে। এই যুগেই শুম্ভনিশুম্ভের উৎপত্তি হইবে এবং দেবী তাহাদিগকে হত্যা করিবেন। ইহাই দেবীর উক্তি। আর্ত পীড়িত জনগণ আজ ব্যাকুল চিত্তে তাঁহারই প্রতীক্ষা করিতেছে আর প্রার্থনা করিতেছে:
‘জাগো চণ্ডিকা মহাকালী’
No comments:
Write comments