৫৩
আনন্দের ওই বিহগ-পাখার শব্দ শুনি অদূর নভে,
কিংবা গো ও নম্র-চিতের ফুলবাগানের খোশবু হবে।
অথবা ওই মৃদুল হাওয়া তোমার শিরীন ঠোঁটের ভাষা,
কী এ যেন, এক অপরূপ রূপকথা কি শুনছি তবে?
No comments:
Write comments