২৪
কুঁড়িরা আজ কার্বা-বাহী বসন্তের এই ফুল-জলসায়।
নার্গিসেরানার্গিস : Narcissus, একপ্রকার ইরানি ফুল। দল নিয়ে তার পাত্র রচে সুরার আশায়।
ধন্য গো সে-হৃদয়, যে আজ বিম্ব হয়ে মদের ফেনায়
উপচে পড়ে শরাব-খানার তোরণ-দ্বারের পথের ধুলায়।।
২৪
কুঁড়িরা আজ কার্বা-বাহী বসন্তের এই ফুল-জলসায়।
নার্গিসেরানার্গিস : Narcissus, একপ্রকার ইরানি ফুল। দল নিয়ে তার পাত্র রচে সুরার আশায়।
ধন্য গো সে-হৃদয়, যে আজ বিম্ব হয়ে মদের ফেনায়
উপচে পড়ে শরাব-খানার তোরণ-দ্বারের পথের ধুলায়।।
No comments:
Write comments