Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Sunday, December 11, 2016

সুরা গ্বাশিয়া

সুরা গ্বাশিয়াগ্‌বাশিয়া : প্রলয়কারী ঘটনা।


   শুরু করি শুভ নাম লয়ে আল্লার,


   করুণা-নিধান যিনি কৃপা-পারাবার।


  


– আসিয়াছে নিকটে তোমার


বৃত্তান্ত কি আচ্ছন্নকারী ঘটনার?


বহু সে আনন হবে নত জ্যোতিঃহীন;


শ্রান্ত কর্ম-পরিক্লান্ত তাহারা সেদিন


প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করিয়া


ফুটন্ত উৎসের জল যাইবে পিইয়া।


বিষ কণ্টক শুধু পাইবে আহার,


করিবে না পুষ্ট দেহ, নিবৃত্তি ক্ষুধার।


খুশিতে হইবে বহু মুখ উজ্জ্বল,


হরষে লইবে তারা নিজ পুণ্যফল।


মহিমা-সুন্দর পাবে তাহারা বাগান,


শোনে না কেহই সেথা মিথ্যার ব্যাখ্যান।


সেথা চির বহমান উৎস সমুদয়,


সমুন্নত সিংহাসন সেইখানে রয়।


রাখা আছে পানপাত্র, শত উপাধান,


বিছানো মখমল শয্যা (আরাম-শয়ান)।


দেখে নাকি উট সব চেয়ে তারা সবে?


কীরূপে তাদের সৃষ্টি হইল, না ভাবে?


দেখে না বিনা স্তম্ভে আকাশ কেমনে


উচ্চে হয়েছে রাখা? পর্বতগণে


দেখে না কেমনে হল তাদের স্থাপন?


বিস্তারিত হল এ-ধরা সে কেমন?


তুমি উপদেষ্টা শুধু, উপদেশ দাও,


তুমি তো প্রহরী নহ, (পথ সে দেখাও)।


মানিবে না আদেশ যে, ফিরাইবে মুখ,


দিবেন আল্লাহ্ তারে কঠোর সে দুখ।


নিশ্চয় ফিরিতে হবে তারে মোর পাশে,


হিসাব-নিকাশ হবে আমারই সকাশে।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !