৩৪
বারোয়াঁ ঠুংরি
দিয়ো ফুলদল বিছায়ে
পথে বঁধুর আমার।
পায়ে পায়ে দলি ঝরা সে ফুলদল
আজি তার অভিসার॥
আমার আকুল অশ্রুবারি দিয়ে
চরণ দিয়ো তার ধোয়ায়ে,
মম পরান পুড়ায়ে জ্বেলো
দীপালি তাহার॥
No comments:
Write comments