Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 1, 2016

ত্রাণ করো মওলা মদিনার

২৯


ত্রাণ করো মওলা মদিনার


    উম্মতউম্মত : শিষ্য, অনুচর। তোমার গুনাহ‍্‍গার কাঁদে॥


তব প্রিয় মুসলিম দুনিয়ার


    পড়েছে আবার গুনাহের ফাঁদে॥


নাহি কেউ ইমানদার, নাহি নিশান-বর্দার,


মুসলিম জাহানে নাহি আর পরহেজগারপরহেজগার : ধার্মিক ও সংযমী, যিনি কৃচ্ছ্রসাধন করেন।,


জামাতজামাত : জনসমাবেশ, ভিড়। শামিল হতে যায় না মসজিদে,


ভুলিয়াছে কলমা শাহাদতশাহাদত : মুসলমানের ধর্মবিশ্বাসে দ্বিতীয় কলমা বা সাক্ষ্য।


    পড়ে না নামাজ ঈদের চাঁদে॥


নাহি দান খয়রাত,ভুলে মোহ-ফাঁসে


মেতে আছে সবে বিভব-বিলাসে,


বসিয়াছে জালিম শাহি তখতে তব


মজলুমেরমজলুম : অত্যাচারিত। এ ফরিয়াদ আর কারে কব।


তলওয়ার নাহি নাহি আর


    পায়ে গোলামির জিঞ্জির বাঁধে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !