Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

ঈদজ্জোহার চাঁদ হাসে

৭৭


ভৈরবী কাহারবা


  


ঈদজ্জোহার চাঁদ হাসে ওই


এল আবার দুসরা ঈদ।


কোরবানি দে কোরবানি দে,


শোন খোদার ফরমান তাকীদতাকীদ : পীড়াপীড়ি।


এমনি দিনে কোরবানি দেন


পুত্রে হজরত ইব্রাহিম,


তেমনি তোরা খোদার রাহে


আয় রে হবি কে শহিদ॥


মনের মাঝে পশু যে তোর


আজকে তারে কর জবেহজবেহ : জবাই, বধ।


পুলসরাতেরপুলসরাত : নরকের উপর সূক্ষ্ম ধারাল সেতু যা পার হয়ে স্বর্গে যেতে হয়। পুল হতে পার


নিয়ে রাখ আগাম রসিদ॥


গলায় গলায় মিল রে সবে


ভুলে যা ঘরোয়া বিবাদ,


শিরনি দে তুই শিরীনশিরীন : মধুর, সুস্বাদু। জবান


তশতরীতেতশতরীত : ছোটো রেকাবি। প্রেম মফিদমফিদ : উপকারী।


মিলনের আরফাত ময়দান


হোক আজি গ্রামে গ্রামে,


হজের অধিক পাবি সওয়াবসওয়াব : পুণ্যফল, পুরস্কার।


এক হলে সব মুসলিমে।


বাজবে আবার নূতন করে


দীন-ই ডঙ্কা, হয় উমীদউমীদ : আশা।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !