৬৭
মা! আমি তোর অন্ধ ছেলে
হাত ধরে মোর নিয়ে যা মা!
পথ নাহি পাই, যে দিকে চাই
দেখি আঁধার ঘোর ত্রিযামা।।
আমি নিজে পথ চলিতে চাই
বারে বারে পথ ভুলি মা তাই
মায়া রূপে পড়ে কাঁদি
কোথায় দয়াময়ী শ্যামা।।
মা
তুই যবে হাত ধরে চলিস, রয় না পতন-ভয়
তুই যবে পথ দেখাস মা গো, সে পথ জ্যোতির্ময়।
কী হবে জ্ঞান-প্রদীপ নিয়ে সাথে,
বৃথা এ দীপ জন্মান্ধের হাতে
মা
তুই যদি হস নির্ভর মোর
পথের ভয় আর রবে না মা।।
No comments:
Write comments