চতুর্থ খণ্ড
মৌরী :
চুপ, ঝোপের আড়ালে মিতিন আড়ি পেতে রয়েছে –
ঝুমরো :
তুই চুপ করে আমার পানে চেয়ে থাক –
নিম-ফুলের মউ পিয়ে ঝিম হয়েছে ভোমরা
মিঠে হাসির নূপুর বাজাও গো ঝুমুর নাচো তোমরা
কভু কেয়া কাঁটায় কভু বাবলা আঠায়
বারে বারে প্রজাপতির পাখা জড়ায়
দেখে হেসে লুটিয়ে পড়ে ফুলের দেশের বউরা।
মৌরী :
যাঃ ! মিতিন সব দেখে ফেলেছে – কী লজ্জা – আমি পালাই –
ঝুমরো :
তাহলে আমিও যাই – হ্যাঁ ভালো কথা – বেদের মেয়ে, তোর নাম?
মৌরী :
আমার নাম মৌরী – বেদের ছেলে, তোর নাম?
ঝুমরো :
আমার নাম ঝুমরো –
মৌরী :
আবার আসিস।
No comments:
Write comments