৩০
ঝিঁঝিট একতালা
এসো
হৃদি-রাসমন্দিরে এসো
হে রাস-বিহারী কালা।
মম
নয়নের পাতে রাখিয়াছি গেঁথে
অশ্রু-যূথীর মালা॥
আমার কাঁদন-যমুনার নদী
ভাঁটি-টানে শুধু বহে নিরবধি,
তারে
বাঁশরির তানে বহাও উজানে
ভোলাও বিরহ-জ্বালা॥
আমি
ত্যজিয়াছি কবে লাজ মান কুল,
বহি কলঙ্ক এসেছি গোকুল,
আমি
ভুলিয়াছি ঘর শ্যাম নটবর
করো মোরে ব্রজ-বালা॥
No comments:
Write comments