Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, December 5, 2016

বাজিছে বাঁশরি কার

গীতি-শতদল


২২


বাগেশ্রী আদ্ধা কাওয়ালি


  


বাজিছে বাঁশরি কার অজানা সুরে।


ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে॥


তারা-লোকের সাথিরে যেন সে চাহে ধরাতে,


তারই কাঁদন যেন ঝরা কুসুমে ঝুরে॥


চাঁদের স্বপন লয়ে জাগে সে নিশীথে একা,


নিরালা গাহে গান হায় বিষাদ-মধুরে॥


তাহারই অভিমান যেন উঠিছে বাতাসে কাঁপি,


তাহারই বেদনা দূর আকাশে ঘুরে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !