৪৯
আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে।
ফলবে ফসল, বেচব তারে কিয়ামতের হাটে॥
পত্তনিদার যে এই জমির
খাজনা দিয়ে সেই নবীজীর
বেহেশ্তেরই তালুক কিনে বসব সোনার খাটে॥
মসজিদে মোর ধরাই বাঁধা, হবে নাকো চুরি,
‘মনকের’‘নকির’মনকের, নকির : এই দুই ফেরেশ্তা মৃত ব্যক্তির কবরের মধ্যে তাদের ধর্ম-বিশ্বাস ও কার্যাদি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। দুই ফেরেশতা হিসাব রাখে জুড়ি।
রাখব হেফাজতের তরে
ইমানকে মোর সাথি করে,
রদ হবে না কিস্তি, জমি উঠবে না আর লাটে॥
No comments:
Write comments