Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 8, 2016

না-ই পরিলে নোটন খোঁপায়

২৬


বেহাগ-খাম্বাজ–দাদরা


  


না-ই পরিলে নোটন খোঁপায়


ঝুমকো-জবার ফুল।


এমনি এসো লুটিয়ে পিঠে


আকুল এলোচুল॥


সজ্জা-বিহীন লজ্জা নিয়ে,


  এমনি তুমি এসো প্রিয়ে,


গোলাপ ফুলে রং মাখাতে


  হয় যদি হোক ভুল॥


গৌর দেহে না-ই জড়ালে


  গৌরী-চাঁপা শাড়ি,


ভূষণ পরে না-ই বা দিলে


  রূপের সাথে আড়ি।


যেমন আছ এমনি এসো,


নয়ন তুলে ঈষৎ হেসো,


সেই খুশিতে উঠবে দুলে


আমার হৃদয়-কূল॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !