৬
(আমায়)
আর কতদিন মহামায়া
রাখবি মায়ার ঘোরে।
মোরে
কেন মায়ার ঘুর্ণিপাকে
ফেললি এমন করে।।
ও মা
কত জনম করেছি পাপ
কত লোকের কুড়িয়েছি শাপ,
তবু মা তোর নাই কি গো মাফ
ভুগব চিরতরে।।
এমনি করে সন্তানে তোর
ফেললি মা অকূলে,
তোর নাম যে জপমালা
তাও যাই হায় ভুলে।
পাছে মা তোর কাছে আসি
তাই
বাঁধন দিলি রাশি রাশি
কবে
মুক্ত হব মুক্তকেশী
(তোর)
অভয় চরণ ধরে।।
No comments:
Write comments