৭
ভীমপলশ্রী – কাওয়ালি
কত আর এ মন্দিরে-দ্বার,
হে প্রিয় রাখিব খুলি।
বয়ে যায় যে লগ্নের ক্ষণ
জীবনে ঘনায় গোধূলি॥
নিয়ে
যাও বিদায়-আরতি,
হল
ম্লান আঁখির জ্যোতি,
ঝরে
যায় যে শুষ্ক স্মৃতির
মালিকার কুসুমগুলি॥
কত
চন্দন ক্ষয় হল হায়
কত
ধূপ পুড়িল বৃথায়,
নিরাশায় সে পুষ্প কত
ও পায়ে হইল ধূলি॥
ও
বেদির তলে কত প্রাণ
হে
পাষাণ, নিলে বলিদান!
তবু
হায় দিলে না দেখা,
দেবতা, রহিলে ভুলি॥
No comments:
Write comments