Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

আসিলে এ ভাঙা ঘরে

২৫


পিলু-ভৈরবী — কাহারবা


  


আসিলে এ ভাঙা ঘরে


কে মোর রাঙা অতিথি।


হরষে বরিষে বারি


শাওন-গগন তিতি।।


বকুল-বনের সাকি


নটিন পুবালি হাওয়া


বিলায় সুরভি-সুরা,


মাতায় কানন-বীথি।।


বনের বেশর গাঁথে


কদম-কেশর ঝুরি,


শিশির-চুনির হারে


উজল উশীর-সিঁথি।।


তিতির শিখীর সাথে


নোটন-কপোতী নাচে,


ঝিঁঝির ঝিয়ারি গাহে


ঝুমুর কাজরি-গীতি।।


হিঙুল হিজল-তলে,


ডাহুক পিছল-আঁখি,


বধূর তমাল-চোখে


ঘনায় নিশীথ-ভীতি।।


তিমির-ময়ূর আজি


তারার পেখম খোলে,


জড়ায় গগন-গলে


চাঁদের ষোড়শী তিথি।।


মিলন-মালায় বাজে


গোপন মৃণাল-কাঁটা,


নয়ন-জলে কি কবি


আঁকিস তাহারই স্মৃতি।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !