৩
বাউল
তুমি
দুখের বেশে এলে বলে ভয় করি কি, হরি!
দাও
ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি।
আমি ভয় করি কি হরি॥
আমি
শূন্য করে তোমার ঝুলি
দুঃখ নেব বক্ষে তুলি,
আমার
ব্যথা শোকের শতদলে তোমায় নেব বরি।
আমি ভয় করি কি হরি॥
তুমি
আড়াল ভেঙে দাঁড়ালে মোর সকল শূন্য ভরি।
আমি ভয় করি কি হরি॥
No comments:
Write comments