Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

নিশি ভোর হল জাগিয়া

১৫


ভৈরবী — কাহারবা


  


নিশি ভোর হল জাগিয়া


  পরান-পিয়া।


কাঁদে ‘পিউ কাঁহা’ পাপিয়া


  পরান-পিয়া।।


ভুলি বুলবুলি-সোহাগে


কত গুলবদনি জাগে,


রাতি গুলশনে যাপিয়া


  পরান-পিয়া।।


জেগে রয় জাগার সাথি


দূরে চাঁদ, শিয়রে বাতি,


কাঁদি ফুল-শয়ন পাতিয়া,


  পরান-পিয়া।।


কত আর সাজাব ডালা,


বাসি হয় নিতি যে মালা,


কত দূর যাব ভাসিয়া,


  পরান-পিয়া


গেয়ে গান চেয়ে কাহারে


জেগে রস কবি এপারে


দিলি দান কারে এ হিয়া,


  পরান-পিয়া।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !