কবির প্রশস্তি
আল্লাহু-আকবর! আল্লাহু-আকবর!
আল্লার কাছ থেকে এল আজ রহমত, কওসর।
আল্লার যারা আশ্রিত, আজ তাদেরই হইল জয়,
ইহা আল্লার ইচ্ছার জয়, আমাদের জয় নয়!
আজিকার জয়, জানিয়ো, পূর্ণজয়ের প্রথম ধাপ,
আজও আমাদের মাঝে আছে কত বন্ধন অভিশাপ,
কত ভেদজ্ঞান কলহ ঈর্ষা লোভ ও অহংকার–
সব দূর করে দেবে পবিত্র নামের মহিমা তাঁর।
তোমরাই হবে নূতন পথিক তাঁর তীর্থের পথে।
তোমাদেরই পদ-চিহ্ন ধরিয়া না-দেখা আকাশ হতে
আসিতেছে নবযুগের যাত্রী তরুণ নৌজোয়ান,
আর দেরি নাই, দেখে যাবে পৃথিবীর দুখ অবসান।
No comments:
Write comments