৫
(বেদে ও বেদেনিদের গান)
তিলক-কামোদ দেশ – কাওয়ালি
একডালি ফুলে ওরে সাজাব কেমন করে।
মেঘে মেঘে এলোচুলে আকাশ গিয়েছে ভরে।
সাজাব কেমন করে।।
কেন দিলে বনমালী এইটুকু বনডালি,
সাজাতে কি না-সাজাতে কুসুম হইল খালি।
ছড়ায়েছে ফুলদল অভিমানে ডালি ধরে।।
কেতকী ভাদর-বধূ ঘোমটা টানিয়া কোণে
লুকায়েছে ফণী-ঘেরা গোপন কাঁটার বনে।
কামিনীফুল মানে না মানা ছুঁতে পড়েছে ঝরে।।
গন্ধ-মাতাল চাঁপা দুলিছে নেশার ঝোঁকে,
নিলাজি টগরবালা চাহিয়া ডাগর চোখে,
দেখিয়া ঝরার আগে বকুল গিয়াছে মরে।।
No comments:
Write comments