Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Sunday, November 27, 2016

দীওয়ান-ই-হাফিজ — গজল ৪

দীওয়ান-ই-হাফিজ


গজল ৪


  



মোর

পাত্র মদ্য-রোশনায়ে কর রৌশন এয়্ সাকি!



গাও

বান্দাবান্দা : সভার গায়ক। , “মোদের পুরবে সব আশ দুন্‌য়া নয় ফাঁকি!”



মদ-

পাত্রে মোর আজ বিম্বিত ছবি প্রিয়ার চাঁদ মুখের,



শোন

বঞ্চিত যত হরদমই মদ-টানার স্বাদ সুখের!



ঝাউ

ছিপছিপে তন-নাঙ্গীদে ‘নাজ নখরা’নাজ নখরা : ছলাকলা, হাবভাব। সব ফুরোয়,



ক্ষীণ

দেবদারু-তনু মরালী পিয়ার যেই হয় অভ্যুদয়।



সে যে

মৃত্যুঞ্জয়ী শাশ্বত চির-জাগ্রত প্রেম যার;



অবি-

নশ্বর মম নাম তাই দোলে কাল-বুকে হেম-হার।



মোর

“দিল্‌রুবা”দিল্‌রুবা : মন-হরণকারী। পিয়ার আঁখিয়ার বড়ো মিঠি দিঠি আধ-ঘোর,



তাই

চাউনির ওরই হাতে সঁপা মোর বাসনার বাগ-ডোরবাগ-ডোর : লাগাম।



রোজ

কিয়ামতেকিয়ামত : শেষ বিচারের দিন। ভাই, জিতবে না, - আহা, দুঃখে গাল খুঁটি!



মোর

হারাম মদকে ভণ্ড শেখের হালালহালাল : শাস্ত্রসিদ্ধ। দাল-রুটি।



কভু

বন্ধুদের সে ফুলবাগে যদি যাও দখিন হাওয়া;



মোর

কান্তারও কাছে এই কথাটুকু জরুর চাই যাওয়া;



বলো

প্রিয়তম! স্মৃতি জোর করে ছি ছি ভোলা কি কখনও যায়?



ওগো

আপনি সেদিনও আসিবে, আর না দেখিবে স্বপ্ন তায়!



ওই

পাতলা ছুঁড়িরই প্রেম দাগ বুকে ‘লালা’লালা : এক রকম ফুল, এই ফুলের বুকে একটি ক্ষত বা দাগ থাকে। –ফুল-সম চিন্;



মম

জালে ধরা দেবে মিলন-বিহগ – বাকি আর কতদিন?



ওই

সব্‌জাসব্‌জা : সবুজ। দরিয়া আশমানের, আর চাঁদের নৌকা সেই,



সব




ফেল

অশ্রুবিন্দু – শস্য-কণিকা হাফিজ কাঁদ রে কাঁদ,



ওরে

মিলন-পক্ষী হয়তো লক্ষ করবে তা হলে ফাঁদ!


  





ছন্দসূত্র :–


সা   কি ব-নুরে  বা-দা বর্-অফ্  রোজে জা-ম্ এমা


মোর পাত্র মদ্য–রোশনায়ে কর রৌশন এয় সা – কি !

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !