৫১
অনেক ছিল বলার, যদি
সেদিন ভালোবাসতে।
পথ ছিল গো চলার, যদি
দু-দিন আগে আসতে।।
আজকে মহাসাগর-স্রোতে
চলেছি দূর পারের পথে
ঝরা পাতা হারায় যথা
সে আঁধারে ভাসতে।।
গহন রাতি ডাকে আমায়
এলে তুমি আজকে
কাঁদিয়ে গেলে হায় গো আমার
বিদায় বেলার সাঁঝকে।
আসতে যদি হে অতিথি
ছিল যখন শুক্লা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি
চৈতালি চাঁদ হাসতে।।
No comments:
Write comments