Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

অপরূপ রাস

অপরূপ রাস



  

এ কী  পরম বিলাস!



  

এ কী  অপরূপ রাস!



এ কী

অপ্রাকৃত কাম-ঘন যৌবন



  

রস-   উন্মদ উল্লাস!



এ কী

পরম বিলাস, একী অপরূপ রাস!


  



এ কী

জড়াজড়ি গড়াগড়ি ছড়াছড়ি ফুল,



এ কী

প্রগাঢ় আলিঙ্গন; গেল জাতি কুল!



হেথা

      ধরম শরম নাই,



  

      যাহা সাধ করি তাই,



  

অঙ্গে অঙ্গে একী তৃষ্ণা-পিয়াস!



এ কী

পরম বিলাস, একী অপরূপ রাস!



হেথা

বর ও বধূর নিত্য মধুর শুভ-দৃষ্টি,



  

হেথা     নিতি ফুল-শয্যা;



হেথা

দিন নাই, রাত নাই, নাই জ্ঞান লজ্জা;



হেথা

কথায় কথায় করে দেয়-লতিকায়



  

প্রেম-ঘন আদর-বৃষ্টি;



এ কী

মধুমঞ্জরী – মধুর মধুর



  

শুধু       প্রিয় আর প্রিয়-সম্ভাষ!



এ কী

পরম বিলাস, একী অপরূপ রাস!


  



এ কী

না-দেখা না-শোনা অপরূপ রূপ।



এ কী

না-দেখা কুসুম না-দেখা মধুপ!



এ কী

শান্ত মৌন-ঘন উজ্জ্বল রসের প্রকাশ!



এ কী

পরম বিলাস, একী অপরূপ রাস!


  



এ কী

উদার আনন্দ  প্রমত্ত ছন্দ



  

      নৃত্যায়িত একী কায়া!



  

এই আলো, এই ছায়া, একী লীলা, একী মায়া!



এই

পরম জ্যোতিঃ এই মনোরম রতি-অভিলাষ



এ কী

পরম বিলাস, একী অপরূপ রাস!


  



  

কভু হীরক-শুভ্র কভু নীল অঞ্জন,



  

কভু সে কষিত হিরণ্য দামিনী-বরণ;



সব

      আবরণ খুলে যায়,



  

      আভরণ ভুলে যায়;



এ কী

মহিমায় মাধুরীতে মাখামাখি গো–



  

মহাভাব-বিহ্বল স্বরূপ প্রকাশ!



এ কী

পরম বিলাস, একী অপরূপ রাস!


  



এ কী

ব্রহ্মল রমণে সমাহিত উৎসব-মগ্ন!



এ কী

উমা দেবী হ্লাদিনী অমৃতের লগ্ন!



এ কী

প্রেম-মাধুরী-মাখা রস-লেখা-চর্চিত



  

          মদনোন্মাদ মহাকাশ!



এ কী

পরম বিলাস, একী অপরূপ রাস!

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !