২৫
কীর্তন
আমি
কী সুখে লো গৃহে রব।
আমার
শ্যাম হল যদি যোগী ওলো সখী
আমিও যোগিনী হব।।
সে
আমারই ধেয়ান করিত গো সদা
তার
সে ধ্যান ভাঙিল যদি,
ওলো
সে ভোলে ভুলুক, আমি ওই রূপ
ধেয়াইব নিরবধি।
আমিও যোগিনী হব।
শ্যাম
যে তরুর মূলে বসিবে লো ধ্যানে
সেথা আঁচল বিছায়ে রব।
আমি
ধুলায় বসতে দেব না সই,
তার
সোনার অঙ্গ মলিন হবে
ধুলায় বসতে দেব না সই।
কুয়াশায় চাঁদ পড়বে ঢাকা
সহিতে পারিব না সই।
সখী
ধুলাই যদি সে মাগে,
আমি
আপনি রাঙা পথ-ধূলি
বঁধুয়ার অনুরাগে।
শ্যাম
যে পথ দিয়ে চলে যাবে
সেই পথের ধূলি হব।
সে
চলে যেতে দলে যাবে
সেই সুখে গো ধূলি হব।
হব
ভিক্ষার ঝুলি, শ্যাম লবে তুলি
বাহুতে আমারে জড়ায়ে,
সখী
আমার বেদনা-গৈরিক-রাঙা
বাস দেব তারে পরায়ে।
নবীন যোগীরে সাজাইব আমি,
আমার
প্রাণের গোধূলি-বেলায়
রঙে রঙে তারে সাজাইব আমি।
সখী
তার অনাদর-আগুনে জ্বালায়ে
পোড়াব লাবণি মোর,
ওলো
তারই-র হাতের আঘাতে আঘাতে
হবে এ দেহ কঠোর।
আমার
এ তনু শুকাবে গভীর অভিমানের জ্বালা,
আমি
তাই দিয়ে তার হব গলায় রুদ্রাক্ষেরই মালা।
আমি
শ্যামের গলার মালা হব,
আমি
জীবনে পেয়েছি জ্বালা শুধু সখী,
মরে এবার মালা হব।
আমার
চোখের জলে বইবে নদী,
আমি
নদী হয়ে কেঁদে যাব
চরণে তার নিরবধি।
আমি কী সুখে লো গৃহে রব,
আমার
শ্যাম হল যদি যোগী ওলো সখী
আমিও যোগিনী হব।।
No comments:
Write comments