১
খাম্বাজ-পিলু – দাদরা
আমার
কোন কূলে আজ ভিড়ল তরি
এ কোন্ সোনার গাঁয়।
আমার
ভাটির তরি আবার কেন
উজান যেতে চায়।।
আমার
দুঃখের কাণ্ডারি করি
আমি
ভাসিয়েছিলাম ভাঙা তরি,
তুমি
ডাক দিলে কে স্বপনপরি
নয়ন-ইশারায়।।
আমার
নিভিয়ে দিয়ে ঘরের বাতি
ডেকেছিল ঝড়ের রাতি,
তুমি
কে এলে মোর সুরের সাথি
গানের কিনারায়।।
সোনার দেশের সোনার মেয়ে,
তুমি
হবে কি মোর তরির নেয়ে,
এবার
ভাঙা তরি চলো বেয়ে
রাঙা অলকায়।।
No comments:
Write comments