Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

কে যাবি পারে আয়

[ইসলামি গান]


৪২


পিলু – কাহারবা


  


    কে যাবি পারে আয় ত্বরা করি,


    তোর খেয়া-ঘাটে এল পুণ্য-তরি॥


আবু-বকর, উমর, উসমান, আলি হাইদরহাইদর : হজরতের চারজন প্রিয় শিষ্য ও খলিফা।,


দাঁড়ি এ সোনার তরণির, পাপী সব নাই নাই আর ডর,


এ তরির কান্ডারি আহমদআহমদ : বিশ্বনবির অপর নাম।, পাকা সব মাঝি ও মাল্লা,


মাঝিদের মুখে সারিগান শোন ওই–লাশরীক্ আল্লাহ্আল্লাহ্ : আল্লাহ‍্‍র কোনও অংশীদার নেই।!


    মোরা নরক-আগুনে আর নাহি ডরি॥


শাফায়তশাফায়ত : সুপারিশ। -পাল ওড়ে তরির অনুকূল হাওয়ার ভরে,


ফেরেশ‍্‍তাফেরেশ‍্‍তা : স্বর্গের দূত। টানিছে তার গুন, ভিড়িবে বেহেশ‍্‍তি-চরে।


ইমানেরইমান : ধর্মীয় বিশ্বাস। পারানি কড়ি আছে যার আয় এ সোনার নায়,


যাবি চল পারের পথিক কলেমারকলেমা : ইসলামের মূলমন্ত্র। জাহাজ-ঘাটায়।


    ফিরদউসফিরদউস : স্বর্গবিশেষের নাম। হতে ডাকে হুরি-পরি॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !