ছায়ানট – সাদ্রা
পথিক ওগো চলতে পথে
তোমায় আমায় পথের দেখা।
ওই দেখাতে দুইটি হিয়ায়
জাগল প্রেমের গভীর রেখা।।
এই যে দেখা শরৎ-শেষে
পথের মাঝে অচিন দেশে,
কে জানে ভাই কখন সে
চলব আবার পথটি একা।।
এই যে মোদের একটু চেনার আবছায়াতেই বেদন জাগে।
ফাগুন হাওয়ায় মদির ছোঁয়া পুবের হাওয়ার কাঁপন লাগে।
হয়তো মোদের শেষ দেখা এই
এমনি করে পথের বাঁকেই,
রইল স্মৃতি চারটি আঁখেই
চেনার বেদন নিবিড় লেখা।।
No comments:
Write comments