Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Monday, November 28, 2016

রুমুঝুমু রুমুঝুম্ কে এলে

২৭


পিলু — দাদরা


  


রুমুঝুমু রুমুঝুম্


  কে এল নূপুর-পায়।


ফুটিল শাখে মুকুল


  ও রাঙা চরণ-ঘায়।।


সে নাচে তটিনী-জল


  টলমল টলমল,


বনের বেণি উতল


  ফুলদল মুরছায়।।


বিজরি জরির আঁচল


  ঝলমল ঝলমল,


নামিল নভে বাদল


  ছলছল বেদনায়।।


দুলিছে মেখলা-হার


  শ্যামলী মেঘমালায়,


উড়িছে অলক কার


  অলকার ঝরোকায়।।


তালীবন থই তাথই


  করতালি হানে ওই


কবি, তোর তমালী কই —


  শ্বসিছে পুবালি-বায়।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !